বাংলাদেশকে ‘আঞ্চলিক উৎপাদন শক্তিঘর’ গড়তে বন্দর সংযোগ জরুরি: বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বাংলাদেশকে ‘আঞ্চলিক উৎপাদন শক্তিঘর’ হিসেবে গড়ে তুলতে চান তারা।
তিনি জোর দিয়ে বলেছেন, এটি বাস্তবায়নে বন্দর সংযোগ জরুরি। তাই সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে বে-টার্মিনাল সমস্যা সমাধানের লক্ষ্য তাদের রয়েছে, যা এই সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিডার নির্বাহী চেয়ারম্যান সবগুলো বিমানবন্দরকে আরও দক্ষ করায়ও জোর দেন, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ভালো ফলাফল বয়ে আনবে।
ফরেন সার্ভিস একাডেমিতে রোববার (১৩ এপ্রিল) সাংবাদিকদের ব্রিফিংয়ে আশিক বলেন, সরকার দশটি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল করেছে, যার পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি।
‘আগেই বলেছি, ১০০টি অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজন নেই। দশটি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা মনে করি, এগুলোর প্রয়োজন নেই’- বলেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিডা গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো, কক্সবাজারের সোনাদিয়া ও বাগেরহাটের সুন্দরবন ট্যুরিজম পার্ক এবং মুন্সিগঞ্জের গজারিয়া, গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল।
আর বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো মুন্সিগঞ্জে বিজিএমইএ’র গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ পার্ক এবং সুনামগঞ্জের ছাতক, বাগেরহাটের ফামকাম, ঢাকার সিটি স্পেশাল এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল।
ব্রিফিংয়ে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং বিআইডিএ’র ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে