১৬ দিন পর খুলেছে পোস্তগোলা সেতু, যান চলাচল শুরু
টানা ১৬ দিন পর ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু খুলে দেওয়া হয়েছে। সংস্কার কাজ শেষে আজ শনিবার সকাল থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (নারায়ণগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হক সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মেরামত কাজ শেষ হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি সেতুটির মেরামত কাজ শুরু হয়। তারপর থেকে সেতুটিতে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান এবং লরির মতো ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বিভিন্ন পর্যায়ে বাস, মাইক্রোবাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে