Views Bangladesh

Views Bangladesh Logo

জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদ ৮৫৮ জন, আহত ১১৫৫১; প্রাথমিক তালিকা

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী গণআন্দোলনে নিহত ও আহতদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করেছে ‘গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’। তালিকায় ৮৫৮ জনের মৃত্যু এবং ১১ হাজার ৫৫১ জন আহত হওয়ার তথ্য রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিশেষ সেলের ওয়েবসাইটে (musc.portal.gov.bd) প্রকাশিত তালিকাটিতে শহীদ ও আহতদের নাম, ঠিকানা এবং অন্য প্রাসঙ্গিক বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।

খসড়া তালিকাটি ২৩ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শহীদ ও আহতদের পরিবার, উত্তরাধিকারী বা প্রতিনিধিদের তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে অনুরোধ জানিয়েছে বিশেষ সেল।

প্রকাশিত তালিকা সম্পর্কে মতামত, পরামর্শ বা বৈধ অতিরিক্ত বা সংশোধনমূলক তথ্য থাকলে ২৩ ডিসেম্বরের মধ্যেই বিশেষ সেলকে ই-মেইলেও ([email protected]) জানানো যাবে।

সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তালিকাটি জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহে নিহত বা আহত ব্যক্তিদের নাম চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ, যার মধ্যে বিরোধীপক্ষের হামলাও রয়েছে। তালিকা চূড়ান্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ, ৬৪টি জেলা কমিটি এবং গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ