Views Bangladesh Logo

আশকোনা ক্যাম্পে প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন

Press Release

প্রেস রিলিজ

জযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বজলুর রহমান বিশ্বাস, সাবেক হজ্জ পরিচালক, হেড অব বিজনেস সলিউশন, হজ ক্যাম্প; উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো তারেক উদ্দিন; ইভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের মোহাম্মদ ইশরাত হোসেন খান; মো সেলিমুজ্জামান, এভিপি, হজ বুথ ব্যবস্থাপক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘ব্যাংকের বুথ থেকে পবিত্র হজ যাত্রীদের জন্য হজ কার্ড প্রদান, ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত তথ্যসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।‘

পরিশেষে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ