Views Bangladesh Logo

গাজাবাসীকে মিশর ও জর্ডানে স্থানান্তর করার প্রস্তাব পুনর্ব্যক্ত করলেন টাম্প

ফিলিস্তিনিদেরকে গাজা থেকে মিশর বা জর্ডানে স্থানান্তরিত করার বিষয়ে ব্যক্তিগত অভিমত পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শিগগিরই ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে শনিবার গাজা অঞ্চলটি ‘খালি’ করার প্রস্তাব দেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি অঞ্চলটি ‘ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে।

এরপরে সোমবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি চাই তারা এমন একটি স্থানে বসবাস করুক যেখানে অনেক বেশি বাধা, বিপ্লব ও সহিংসতা ছাড়াই তারা বসবাস করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকার দিকে তাকালে মনে হয় এটি বছরের পর বছর ধরে একটি নরক হয়ে আছে... সেখানে সবসময়ই সহিংসতা থাকে ‘

এ সময় দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য এর অর্থ কী হবে জানতে চান সাংবাদিকরা। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অদূর ভবিষ্যতে’ তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (নেতানিয়াহু) এখানে আমার সঙ্গে দেখা করতে আসছেন।’

সাম্প্রতিক দিনগুলিতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিদেরকে স্থানান্তরিত করার বিরোধিতা করেন এই দুই নেতা।

যদিও ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তিনি (আল-সিসি) মেনে নেবেন। আমরা তাদের অনেক সাহায্য করেছি এবং আমি নিশ্চিত তিনি আমাদের সাহায্য করবেন।‘

তিনি আরও বলেন, ‘যেমনটি তারা বলে, এটি একটি কঠিন এলাকা। আমি মনে করি তিনি তা মেনে নেবেন এবং জর্ডানের বাদশাহও তা মেনে নেবেন।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস যোদ্ধারা। এই কারণে দুইপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধে গাজা উপত্যকার ২৪ লাখ বাসিন্দাদের প্রায় সবাইকে বাড়িঘর ছাড়তে হয়। অবশেষে গত ১৯ জানুয়ারি গাজাজুড়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

চুক্তির আওতায় এরইমধ্যে গাজায় আটক ৩৩ জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ