Views Bangladesh Logo

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ

দ-উল ফিতর সমাগত। রাজধানীবাসীর পাশাপাশি নাড়ির টানে বাড়ির পানে ছুটতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পঞ্চলের পোশাকশ্রমিকরাও।

পোশাক কারখানাগুলোতে চলছে ছুটির প্রস্তুতি। অনেক কারখানায় মঙ্গলবার (২৫ মার্চ) ছিল শেষ কর্মদিবস। সে হিসেবে শুরু হয়েছে ছুটি। শুরু হয়েছে স্বজনদের সাথে আনন্দ উদযাপনে ঈদযাত্রাও।

দুপুরের পর থেকে বাসস্ট্যান্ডগুলোতে ভিড় বেড়েছে কয়েকগুণ। দক্ষিণবঙ্গমুখী ঢাকা-আরিচা ও উত্তরবঙ্গমুখী নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেড়েছে পরিবহনের চাপও। বরাবরের মতো অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ার।

বিকেল চারটার পর ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলোতে উপচেপড়া ভিড়। পুরো টার্মিনালেই কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা।

বাইপাইল বাসস্ট্যান্ডের সামনের সড়কের একপাশ দখল করে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার বাসগুলো যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। কাউন্টারগুলোতেও রয়েছে যাত্রীদের অপেক্ষা। বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রীদের ডাকছেন বেশ কিছু মাইক্রোবাসের চালক-শ্রমিকরা। বাইপাইলের চন্দ্রামুখী সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও বাসের কারণে কিছুটা যানজট চোখে পড়েছে।

নবীনগর থেকে পাটুরিয়াগামী পরিবহনগুলো ভাড়া নিচ্ছে ২০০ টাকা, যেখানে নির্ধারিত ভাড়া ১২০ টাকা। নবীনগর থেকে কালিয়াকৈরের ভাড়াও চাওয়া হয়েছে দ্বিগুণ।

বাইপাইল থেকে সিরাজগঞ্জগামী বাসের অপেক্ষায় ছিলেন সোহাগ হাওলাদার। তিনি বলেন, ‘পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি আজ একাই যাব। তাই আগে থেকে টিকিট কাটা হয়নি। এখন লোকাল বাসগুলোও পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে। ভাড়া কিছুটা বেশি হলেও উপায় কি? আর এমন তো প্রতিবছরই হয়’।

বগুড়াগামী পোশাকশ্রমিক শাহীনা খাতুন বলেন, ‘ছেলে-মেয়েকে আগেই পাঠিয়ে দিছি। আজকে আমি যাচ্ছি। ঈদের দুদিন আগে ছেলের বাবা যাবে। গাড়ি পাইছি, কিন্তু ভাড়া একটু বেশি চাইছে। সমস্যা নাই, বাড়িত যাইতে হবে তো’।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ছোট ছোট কিছু কারখানা ছুটি দিয়েছে। তবে সড়ক-মহাসড়কে মূল চাপ হবে ২৭ মার্চ থেকে। ওই দিন ডিউটির পর বেশিরভাগ কারখানায় ছুটি হলে ঘরমুখী মানুষ ও যানবাহনের ভিড় আরও বাড়বে’।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ