শুরুতেই অতীত রেকর্ড ছাড়িয়ে গেল বিপিএল
বিপিএলের ১১তম আসরের মাত্র চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই চার ম্যাচেই আগের সব আসরের রেকর্ড ছাড়িয়ে গেল বিপিএল। চার-ছক্কায় যেহারে তুফানগতিতে রান তুলছেন ব্যাটাররা, অতীতের কোনো আসরে এমন রানবন্যা দেখা যায়নি। এবার চার ম্যাচে মোট রান হয়েছে ১ হাজার ৩৮৪। বিপিএলের গত দশ আসরের কোনটিতেই প্রথম চার ম্যাচের হিসাবে স্কোর বোর্ডে এত বেশি রান ওঠেনি। দুইশর বেশি স্ট্রাইক রেটে রান তুলছেন দেশের ব্যাটাররা। এরই মধ্যে এবারের আসরে দুটি দুইশ রানের (২০০ ও ২০৩) স্কোর হয়েছে। দুইশর কাছাকাছি রান হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলের অভাবে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বি।
পেছনে ফিরে বিপিএলের গত দশ আসরের প্রথম চার ম্যাচের স্কোরকার্ড হিসাব করলে দেখা যাবে যে, ২০১২ সালের উদ্বোধনী আসরে সর্বোচ্চ ১ হাজার ৩৬০ রান হয়েছিল। এত দিন ধরে এটাই ছিল বিপিএলের প্রথম চার ম্যাচের সর্বোচ্চ রানের রেকর্ড। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ২০৬ রান। এরপর ২০১৩ সালের আসরে প্রথম চার ম্যাচের মধ্যে দুটি দুইশ ছাড়ানো স্কোর হয়েছে। অবশ্য ৯৭ রানেও ইনিংস গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে।
এই আসরে প্রথম চার ম্যাচে রান হয়েছে মোট ১ হাজার ২৩১। এ ছাড়া ২০১৫ সালে ১ হাজার ২৫৮, ২০১৭ সালে ১ হাজার ২২৩, ২০১৯ সালে ১ হাজার ০৮১, ২০২২ সালে ১ হাজার ১০৫, ২০২৩ সালে ১ হাজার ১১৭ ও সর্বশেষ ২০২৪ সালের বিপিএল আসরের প্রথম চার ম্যাচে রান হয়েছিল ১ হাজার ১৬২। এর মধ্যে ২০১৬ সালের আসরের প্রথম চারটি ম্যাচের খেলা বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি। বিপিএলের একটি মাত্র আসর ছাড়া সবক’টি আসরের খেলা শুরু হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। শুধু ২০১৭ সালের আসর শুরু হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বলতে গেলে প্রায় প্রতি আসরেই বিপিএল শুরু হওয়ার পরপরই আলোচনা আসে মিরপুরের উইকেট। ২২ গজের মধ্যে ব্যাটারদের দৈন্যদশা দেখা যায়। অসমান বাউন্স, বল ব্যাটে না আসা, উইকেট ব্যাটারদের পক্ষে কথা বলে না- এমন নানা কথা হতো; কিন্তু এবার মিরপুরের উইকেটে রীতিমতো চমক দেখিয়ে যাচ্ছেন দেশি-বিদেশি ব্যাটাররা। ব্যাটিংটা মনের মতো হচ্ছে। বোলাররাও সুবিধা পাচ্ছেন। যাকে বলতে পারেন, একেবারে পাকা স্পোর্টিং উইকেট। এরই মধ্যে গত বছরের তুলনায় এবারের বিপিএলের প্রথম চার ম্যাচে ১৯ শতাংশের বেশি রান উঠেছে স্কোর বোর্ডে।
মিরপুরের এমন রহস্যময় উইকেটের ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এটার পেছনে ছোট্ট একটি কাহিনি আছে। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেন্ট কিটসে যে খেলাটা খেলেছি, পরিসংখ্যান যদি দেখেন, ৩২২, ২৯৫-এর অতিরিক্ত করিনি। উইকেট দেখে মনে হয়েছিল সিমেন্টে বানানো। মানে চোখ বন্ধ করে পিটাইছি। তখন আমার মনে হয়েছে, যখন ভালো উইকেট হয়, তখন বোলাররা শেখে, কীভাবে ভালো বল করতে হয়। আর ব্যাটাররা তো জানেই, এখানে আমাকে কী করতে হবে। তখন মনে হয়েছে, ফোর ডে ম্যাচে বাউন্সি উইকেট হতে পারে। তবে টি-টোয়েন্টিতে আমার ভালো উইকেট হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি গ্রাউন্ডসম্যানদের বলেছি, এবার উইকেট ভালো করতে হবে। এখন ব্যাটার মুভমেন্ট ভালো আছে এবং আড়াই মিলিমিটার ঘাসও আছে। এই বিষয়গুলো সূক্ষ্ম জিনিস। আমি চিন্তা করি, এগুলো যেন ভালোভাবে হয়। আর তা তো দেখছেন।’
টি-টোয়েন্টি রানের খেলা। চার-ছক্কায় উত্তাপ ছড়াবে সবার মাঝে। এবার বিপিএলের শুরুর দিকে টি-টোয়েন্টি ক্রিকেটের আসল আমেজটাই দেখা যাচ্ছে। মাঠে উত্তেজনার রং ছড়িয়ে দিচ্ছেন ক্রিকেটাররা। ফলে বিপিএলের প্রতি আকর্ষণ বাড়ছে দর্শকদের। বিপিএলকে সর্বজনীন করার জন্য যেসব উদ্যোগ নিয়েছে বিসিবি, এর মধ্যে স্পোর্টিং উইকেট তৈরি প্রশংসার দাবি রাখে। তবে টিকিট নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছে মিরপুরে এবং খেলা মাঠে গড়ানোর আগে নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়াসহ নানা বিতর্ক হতে পারে। তবে টুর্নামেন্টের খেলা সামনে যতই মাঠে গড়াবে, ততই বিপিএল অতীতের আরও রেকর্ড ভেঙে এগিয়ে যাবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে