মার্চ থেকে জ্বালানি তেলের দাম কমবে: নসরুল হামিদ
চলতি মাস থেকেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম মার্চ মাস থেকে পুনঃসমন্বয়ের নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, ‘আমরা জ্বালানি তেলের দামের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য অপেক্ষা করছি। আমরা তার অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।’
ভারতে তেল পাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতে ডিজেলের দাম ১৩৩ টাকা। কিন্তু বাংলাদেশে আমরা ডিজেল বিক্রি করছি ১০৯ টাকায়। দাম আরও কমলে তেল পাচারের আশঙ্কা রয়েছে।’
প্রতিমন্ত্রী যোগ করেন, নতুন ফর্মুলা কার্যকর হওয়ার পরে জ্বালানি তেলের দাম হ্রাস পেলে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে