Views Bangladesh Logo

তিন দফা দাবিতে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ।

প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহ্বানে তাদের এই কর্মসূচি সোমবার (৫ মে) থেকে শুরু হয়ে চলবে ১৫ মে পর্যন্ত। প্রথম দফায় তারা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন।

এর আগে গত ২৪ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সরকারের কাছে দাবি-দাওয়া জানিয়েছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা। তবে সময়মতো দাবি না মানায় সোমবার থেকেই কর্মবিরতি শুরু হচ্ছে বলে জানান সংগঠনটির নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

তিনি বলেন, “সরকার এখনো কোনো আলোচনা করেনি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতি পালন করছি।” ঘোষণা অনুযায়ী, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস এবং এরপরও দাবি না মানলে ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো-সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান করা।

এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে তাদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ