Views Bangladesh Logo

ব্লকচেইন-ভিত্তিক দেশীয় ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম গ্রিণ এলসির প্রুফ অব কনসেপ্ট সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক

Press Release

প্রেস রিলিজ

ব্লক চেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি গ্রিণ এলসি প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

গ্রিন এলসি সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক।

বাংলাদেশের ট্রেড ডিজিটাইজেশন ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখিত প্রক্রিয়ায় বেনেফিশিয়ারি ব্যাংক হিসেবে সহযোগী ভূমিকা পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা (এফই সার্কুলার ০৬, ১৪ জানুয়ারি- ২০২৫) অনুযায়ী প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এলসি লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক সল্যুশন ব্যবহারে উৎসাহিত হবে। এই ইলেকট্রনিক সল্যুশনের আওতায় এলসি’র ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, এক্সেপটেন্স এবং তৎপরবর্তী সকল প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

ইতিপূর্বে, গ্রিণ এলসি বাস্তবায়নে প্রাইম ব্যাংক এবং প্ল্যাটফর্মটির প্রযুক্তি পার্টনার স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং (প্রাইভেট) লিমিটেডের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় তিনটি ব্যাংক অংশ নেয়। এই যৌথ উদ্যোগটি বাংলাদেশে একটি নিরাপদ, স্বচ্ছ ও অত্যন্ত দক্ষ ডিজিটাল ট্রেড ইকোসিস্টেম গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রাইম ব্যাংক প্রতিনিয়ত ডিজিটাল উদ্ভাবনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা পদ্ধতিকে শতভাগ ডিজিটাল, নিরবিচ্ছিন্ন এবং কাগজবিহীন একটি কাঠামোর রূপ দিতে বদ্ধপরিকর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ