২০২৪ সালের জন্য প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। যার ১৭.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা করে বলা হয়, সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ প্রাইম ব্যাংক। টেকসই ও শক্তিশালী আর্থিক অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে ব্যাংকটি, যা এই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করে পরিচালনা পর্ষদ।
২০২৪ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৭৪৫ কোটি টাকা, যা আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে ছিল ৪৮৪ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪.২৭ টাকা।
বছর শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪.২৭ টাকা এবং ৩.০৬ টাকা।
ডিসেম্বরে সমাপ্ত বছরে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮১২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৭.৩৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চগুলোর একটি।
সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ মে এবং রেকর্ড ডেট ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে