Views Bangladesh Logo

নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগে ঢাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

তুন ছাত্র সংগঠন ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাবি মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল।

কিন্তু, কমিটি ঘোষণার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলছিল এবং নতুন ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়নি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, 'জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ রেখে কমিটি যেন না দেয়া হয়, সেজন্য আমরা বিক্ষোভ করছি।'





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ