চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও হিন্দুদের ওপরে সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক: প্রিয়াঙ্কা গান্ধী
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের সংবাদের প্রেক্ষিতে এই ইস্যুতে মন্তব্য করেছেন ভারতের সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরা।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে তিনি এ প্রতিক্রিয়া দিয়েছেন।
তিনি লেখেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক।’
তিনি লিখেছেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালো ভাবে তুলে ধরা হয়।’
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে