Views Bangladesh

Views Bangladesh Logo

ওয়ানাড়ে আসনে অভিষেক নির্বাচনেই বড় জয় পেলেন প্রিয়াঙ্কা গান্ধী

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কেরলের ওয়ানাড়ে লোকসভা উপ-নির্বাচনে দুর্দান্ত জয় পেয়েছেন। লোকসভার সদস্য হিসাবে তার অভিষেক ঘটতে যাচ্ছে।

মা সোনিয়া গান্ধী এবং বড় ভাই রাহুল গান্ধীও এই আসনেরই সংসদ সদস্য হিসেবে এর আগে লোকসভায় যোগ দিয়েছেন।

প্রিয়াঙ্কা ছয় লাখের বেশি ভোট পেয়ে সিপিআই (এম) প্রার্থী সত্যান মোকেরিকে পরাজিত করেছেন। বিজেপির প্রার্থী নব্য হরিদাস এক লাখ নয় হাজার ৯৩৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

অভিষেক নির্বাচনেই দুর্দান্ত এই বিজয়ের পর পরই ৫২ বছর বয়সী প্রিয়াঙ্কা বলেছেন, তিনি সংসদে ওয়ানড়ের জনগণের কণ্ঠস্বর হতে উন্মুখ। দাদা রাহুল গান্ধীকে ‘তাকে পথ দেখানো এবং সর্বদা সমর্থন করায়’ ধন্যবাদও জানিয়েছেন তিনি।

‘আমার প্রিয় ওয়ানড়ের বোন ও ভাইয়েরা, আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতায় অভিভূত। আমি নিশ্চিত করবো যে, সময়ের সাথে সাথে, আপনারা সত্যিকার অর্থে এই বিজয়টি নিজেদের বিজয় বলে মনে করেন এবং যাকে আশা ও স্বপ্ন এবং আপনার জন্য লড়াইয়ে আপনার নিজের একজন হিসেবে প্রতিনিধিত্ব করতে বেছে নিয়েছেন, তিনিও বুঝতে পেরেছেন’- এক্স-এ পোস্টে বলেছেন প্রিয়াঙ্কা।

‘আমি সংসদে আপনার কণ্ঠস্বর হওয়ার অপেক্ষায় আছি!’ তিনি বলেছিলেন এবং ওয়েনাডের জনগণকে "এই সম্মানের" জন্য এবং তারা তাকে যে "অতুলনীয় ভালবাসা" দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানান।

৫৪ বছরের রাহুল গান্ধী চলতি বছরের নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে জয়ী হওয়ার পর ওয়ানাড়ে লোকসভা আসনটি ছেড়ে দেন। পরে দল প্রিয়াঙ্কাকে উপ-নির্বাচনে মনোনীত করে তার নির্বাচনী অভিষেকের পথ প্রশস্ত করে।

কিশোর বয়সে প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে তার বাবা রাজীব গান্ধীর বক্তৃতা শুনতে সংসদে গিয়েছিলেন। চার দশক পর তিনি নিজেই সেখানে সদস্য হিসেবে যোগ দিচ্ছেন।

ইতালিতে জন্মগ্রহণকারী ৭৭ বছরের সোনিয়া গান্ধী এখন রাজ্যসভার সদস্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ