Views Bangladesh

Views Bangladesh Logo

প্রিয় মানুষ: একজন এ বি এম হেলালের প্রতিকৃতি

Kamrul  Ahsan

কামরুল আহসান

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মানুষমাত্রই তার অস্তিত্বকে প্রকাশ করে অন্যের আয়নায়। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহচারী, সহকর্মীদের চোখেই প্রধানত একজন মানুষের সারাজীবনের প্রতিকৃতি প্রতিবিম্বিত হয় সবচেয়ে স্পষ্টভাবে। আর সে মানুষটি যদি একজন লেখক, গবেষক, ভ্রমণপিপাসু ও প্রকাশক হোন- স্বাভাবিকভাবেই তার আত্মপ্রকাশের পরিধি অনেক বেশি বিস্তৃত হয়। সঙ্গী, সহচারী হিসেবেও তিনি কাছে পান সেইসব বন্ধুবৎসল মানুষদের, যারা তার কর্ম, কৃতিকে শত পুষ্পের তোড়া বানিয়ে উপস্থাপন করতে পারেন।

‘প্রিয় মানুষ’ বইটি মূলত প্রকাশক এ বি এম হেলালের প্রতি নিবেদিত পুষ্পার্ঘ্য। নাজমা রশিদ মুন্নির সম্পাদনায় বইটি প্রকাশিত হয়েছে ‘রাঁচী গ্রন্থ নিকেতন’ থেকে। এতে ভালোবেসে এ বি এম হেলালের কর্মজীবনের মূল্যায়ন করেছেন লেখক হোসেনউদ্দীন হোসেন, কবি ফজলুর রহমান, সাহিত্যিক বিলু কবীর, মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র সান্যাল, ভারতের আশার আলো পত্রিকার সম্পাদক ড. শুভেন্দু বিকাশ মণ্ডল, আসামের কর্মশ্রী হিতেশ্বর সাইকিয়া কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্মান ভাষার শিক্ষক লেখক-প্রাবন্ধিক মুহাম্মদ তানিম নওশাদ, কবি জাহিদ সোহাগ, লেখক ও গবেষক হাসান ইকবাল, কবি সাংবাদিক রাসেল মাহমুদ, কবি খালেদ চৌধুরীসহ আরও অনেক কবি-সাহিত্যিক।

কবি-সাহিত্যিক-বন্ধু-শুভাকাঙ্ক্ষিরা প্রকাশ করেছেন এ বি এম হেলালের সঙ্গে পরিচয়ের স্মৃতি, তার সঙ্গে সঙ্গযাপনের মধুর সব গল্প। বন্ধু ও শুভার্থীরা বেশির ভাগই জনাব হেলাল সম্পর্কে একটি বিষয়ে একমত, তিনি বন্ধুবৎসল, আড্ডাপাগল, উদারমনষ্ক, ভ্রমণপিপাসু এবং অত্যন্ত কৌতূহলী মানুষ। নানা বিষয়ের বিচিত্র সংগ্রহ রয়েছে তার বাড়িতে। লেখক জাকির তালুকদার একবার তার বাড়িতে বেড়াতে গিয়ে পুরোনো আমলের পত্রিকা ও কেতাব দেখে সেসব নিয়ে গবেষণার আগ্রহ প্রকাশ করেছিলেন। মুদ্রণশিল্প প্রকাশনীর কার্যনির্বাহী সম্পাদক জামসেদুর রহমান সজীব জানিয়েছেন, এ বি এম হেলাল বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। শুধু তাই নয়, তিনি যেখানে যান, সেখানকার ইতিহাস, ঐতিহ্য, স্থান-কাল এমনকি মানুষকে পর্যন্ত নিজের মধ্যে ধারণ করেন।

কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামে এ বি এম হেলাল ‘রাঁচী গ্রন্থ নিকেতন’ নিয়ে অন্যরকম এক শৈল্পিক যাত্রা শুরু করেছিলেন। তার মূল ব্যবসা অন্য কিছু হলেও প্রকাশনা শিল্পে এসেছিলেন মূলত সাহিত্যসেবার উদ্দেশ্যে। এখানে বসেই তার সঙ্গ আড্ডা হয় সমসাময়িক অসংখ্য কবি-সাহিত্যিকের সঙ্গে। তিনি এবং তার গ্রন্থ নিকেতন অনেকের সম্পর্কের যোগ-সূত্র হিসেবে কাজ করে। সেসবেরই ভালোবাসার নিদর্শন এই গ্রন্থ। প্রিয় মানুষ গ্রন্থ পাঠের মধ্য দিয়ে যে শুধু একজন হেলালের প্রতিকৃতি জানা যাবে, তা-ই নয়, জানা যাবে গত দুই দশকের বাংলাসাহিত্যের রাজধানী ঢাকা ও ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, আজিজ সুপার মার্কেট, চারুকলা, ছবিহাট হয়ে লেখক-আড্ডা কীভাবে কনকর্ডে গিয়ে গড়াল তার ইতিকথা।

বইটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের জানুয়ারি মাসে। বইয়ের শেষে সংযোজিত হয়েছে এ বি এম হেলালকে নিবেদন করে তার সতীর্থদের কিছু কবিতা। বইটি আরও আকর্ষণীয় দিক বইয়ের শেষে সংযোজিত এ বি এম হেলালের সংগ্রহের একটি বিস্তৃত তালিকা।


বই: প্রিয় মানুষ
সম্পাদনা: নাজমা রশিদ মুন্নি
প্রাকশনী: রাঁচী গ্রন্থনিকেতন
প্রচ্ছদ: মিজান স্বপন
মূল্য: ৫০০ টাকা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ