Views Bangladesh Logo

অবন্তিকার মায়ের কথা শুনল তদন্ত কমিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রয়াত শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে অবহিত হন।

শুক্রবার (২২ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেনের নেতৃত্বে কমিটির পাঁচ সদস্যসহ মোট ছয়জন অবন্তিকার কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় যান।

অবন্তিকার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ শেষে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য তারা কুমিল্লায় এসেছেন। তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তা নিশ্চিত জানাতে পারেননি তিনি।

অপরদিকে অবন্তিকার মা তাহমিনা শবনম সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে এমন হলে হয়তো আমার মেয়েকে হারাতে হতো না।’

প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের মৃত্যুর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে আত্মহত্যা করেন জবি শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। পরে এ ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় দ্বীন ইসলাম ও আম্মান কুমিল্লা কারাগারে আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ