Views Bangladesh

Views Bangladesh Logo

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে

Hira  Talukder

হিরা তালুকদার

শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদ দেয়া ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া প্রজ্ঞাপন আকারে জারি করতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে যাচাই-বাছাই চলছে। আইন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত প্রজ্ঞাপনের জন্য আইন মন্ত্রণালয় প্রস্তুত করছে। বিভিন্ন দিক পর্যালোচনা চলছে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে কেউ যাতে আদালতে কোনো ধরনের আবেদন করতে না পারে। কোনো আইনি জটিলতার সৃষ্টি না হয়, সেটাও দেখা হচ্ছে। এর পর এটি চূড়ান্ত করা হবে।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ সূত্র জানায়, বর্তমানে এ বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করে কিছু বিষয় চূড়ান্ত করা হয়েছে। যেমন, ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এ প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা তত্ত্বাবধায়ক সরকারে এসব পদের পদমর্যাদার সমান হবে। তারা কাজও করবেন তত্ত্বাবধায়ক সরকারের মতো। সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য এই সরকার নির্বাচন কমিশনকে সহায়তা দেবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অতি গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ও কাজ করবে এই সরকার।

তবে তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করা আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচনের পথ মসৃণ করা। এ ছাড়া বর্তমান সরকার বিভিন্ন কাজের গুণগত মান সংরক্ষণ করতে সহায়তা করা, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে সহায়তা করা, কাজের অগ্রগতি বিঘ্নিত হলে তার কারণ চিহ্নিত করা এবং সমাধান খুঁজে বের করা, কর্মচারীদের সঠিক দায়িত্ব পালন করতে সহায়তা করা, কর্মচারীদের দায়িত্ব গ্রহণের জন্য সুযোগ প্রদান করা, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ গ্রহণ করা, প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের দিক-নির্দেশনা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া, কাজের সঙ্গে জড়িত সদস্যদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং জটিল বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়ার কাজ করবে।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে। বর্তমান উপদেষ্টা পরিষদে ২৫ বছরের কম বয়সীরা নিয়োগ পাবেন না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। লেজিসলেটিভ বিভাগ সূত্র জানায়, মোট কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আইনি কাঠামোয় আনতে অধ্যাদেশটি জারি করার জন্য প্রস্তুত করছে। চলতি মাসের মধ্যেই এই অধ্যাদেশ জারি হতে পারে।

এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ভিউজ বাংলাদেশকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ-২০২৪’-এর খসড়া উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। এটি আইন মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই শেষে প্রজ্ঞাপন জারি করা হবে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ এ বিষয়ে কোনো সংযোজন বা বিয়োজন করতে পারে। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ভিউজ বাংলাদেশকে বলেন, ‘এটি সরকারের নীতি নির্ধারণী বিষয়। সরকারকে একটি আইনি কাঠামোর মধ্যে আনতে এ ধরনের অধ্যাদেশ জারি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ