বাংলাদেশ থেকে আন্তর্জাতিক আউটগোয়িং (আইএসডি) কল রেট পুনঃনির্ধারণের প্রস্তাব
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল আউটগোয়িং (আইএসডি) এর রেট পুনঃনির্ধারিত হতে পারে। সম্প্রতি প্রস্তাবিত ট্যারিফ সরকারের পূর্বানুমোদনের জন্য বিটিআরসি থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে ৩১/০১/২০২৪ এ আইজিডাব্লিউ অপারেটর ফোরাম (আইঅএফ) থেকে মাধ্যমে ইউএস ডলার রেট বৃদ্ধি, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের চার্জ বৃদ্ধি, বিভিন্ন দেশের বিলিং সাইকেল পালসের পরিবর্তনের কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের আইএসডি কলের ক্ষেত্রে জেড-ভ্যালু নেগেটিভ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইন্টারন্যাশনাল আউটগোয়িং (আইএসডি) এর রেট (এক্স-রেট এবং ওয়াই-রেট) পুনঃনির্ধারণের জন্য অনুরোধ করা হয়। এ বিষয়ে গত ১৫/০২/২০২৪ তারিখে IOF প্রতিনিধিদের সঙ্গে বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইওএফ এর প্রতিনিধিরা উল্লিখিত বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন আকারে প্রদান করেন।
আইওএফের উপস্থাপিত বিষয়সমূহ অবলোকন করে, ইন্টারন্যাশনাল আউটগোয়িং সেবা সংশ্লিষ্ট সকল অংশীজনের রেভিনিউ সমুন্নত রাখা এবং আইজিডাব্লিউ অপারেটর ফোরামের ইন্টারন্যাশনাল আউটগোয়িং কলের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে ২৮১তম কমিশন সভার সিদ্ধান্ত অনুসারে ৩১/০৩/২০২৪ তারিখে ইন্টারন্যাশনাল আউটগোয়িং (ISD) এর রেট পুনঃনির্ধারণ বিষয়ে কর্মকর্তাদের সমন্বয়ে এবং কার্যপরিধি অনুযায়ী ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি সকল অংশীজনদের (মোবাইল অপারেটর, IPTSP অপারেটর, BTCL, IOF, ICX ইত্যাদি) সঙ্গে আলোচনা পূর্বক ইন্টারন্যাশনাল আউটগোয়িং (ISD) এর রেট পুনঃনির্ধারণের প্রস্তাবনা করবে বলে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে, এক্স-রেট নির্ধারণ, ওয়াই-রেট নির্ধারণ, পালসের পরিবর্তন হবে।
উক্ত প্রস্তাবনার ক্ষেত্রে বিভিন্ন দেশের বর্তমান চিত্র তুলনাপূর্বক ইন্টারন্যাশনাল আউটগোয়িং রেট সুপারিশ করার কথা বলা হয়। ৩ মাসের মধ্যে প্রস্তাবনাসহ প্রতিবেদন কমিশনের কাছে প্রদান করার কথা থাকলেও ০২/১২/২০২৪ তারিখে কর্মকর্তাদের বদলি ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে কমিটির কার্যপরিধি অপরিবর্তিত রেখে কমিটি পুনর্গঠন করা হয়।
পরবর্তীতে প্রস্তাবনা প্রস্তুতের ক্ষেত্রে যে সকল দেশে প্রবাসী বাংলাদেশির পরিমাণ বেশি সে সকল দেশের ট্যারিফ এক্স-রেট যাতে বেশি পরিমাণ বৃদ্ধি না পায়, যে সকল দেশে পর্যটনের জন্য বাংলাদেশিরা যাতায়ত করে সে সকল দেশের ক্ষেত্রে জেড-ভ্যালু অন্যান্য দেশের বিবেচনায় তুলনামূলক কম বৃদ্ধি করা এবং পূর্বের জেড-ভ্যালুর ধারণা অনুসারে বর্তমানে গ্রাহক পর্যায়ে রেট বৃদ্ধির প্রভাব হাসের নিমিত্ত ২.৬০-৪.০০ টাকা জেড-ভ্যালু রেখে প্রস্তাবনা প্রস্তুত করা হয়।
এ সকল বিষয় বিবেচনায় নিয়ে ২২৯টি দেশে আইএসডি এর ট্যারিফ/চার্জ প্রস্তাবনা করা হয়। এর সাথে ৫৫টি বিভিন্ন নেটওয়ার্ক (স্যাটেলাইট/ম্যারিটাইম ইত্যাদি) এর ট্যারিফ/চার্জ প্রস্তাবনা দেওয়া হয়।
ভলিউমের ভিত্তিতে বাংলাদেশ থেকে আউটগোয়িং কল বেশি হয়-এমন শীর্ষ ৩০টি দেশের মধ্যে ৪টি দেশের (ইন্ডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপাল) চার্জিং পালস ৬০/৬০ এবং ৪টি দেশের (সিঙ্গাপুর, চায়না, থাইল্যান্ড, সাউথ কোরিয়া) চার্জিং পালস ৬০/০১ করা যেতে পারে বলে প্রস্তাব করা হয়। অন্যান্য দেশের চার্জিং পালস ১৫/১৫ রাখা যেতে পারে বলে প্রস্তাব করা হয়। বিস্তারিত পর্যালচনাসহ উপর্যুক্ত প্রস্তাবনাসমূহ উল্লেখ করে কমিটি গত ২৪/১২/২০২৪ তারিখে কমিশনের চেয়ারম্যানের নিকট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রদান করে। সম্প্রতি প্রস্তাবিত ট্যারিফ সরকারের পূর্বানুমোদনের জন্যে বিটিআরসি থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে