Views Bangladesh

Views Bangladesh Logo

মিরপুর টেস্ট

দিনশেষে এগিয়ে প্রোটিয়ারা, তাইজুলের ২০০ উইকেট

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ওভার বাকি থাকতেই মিরপুর স্টেডিয়ামে আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হলো প্রথম দিনের খেলা। এর আগে ৬ উইকেটে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা ৩৪ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। এরপর আর কোন উইকেট পড়েনি। এদিকে টেস্ট ক্রিকেটে ১৩ বারের মত ৫ উইকেট পেলেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন টনি ডি জর্জি। বাংলাদেশের পক্ষে বাকি একটি উইকেট নেন হাসান মাহমুদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। সাদমান ইসলামের শূন্য রানে আউট হয়ে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। এরপর মুমিনুল হক (৪), নাজমুল হোসেন শান্ত (৭), মুশফিকুর রহিম (১১), লিটন দাস (১) এবং মেহেদী হাসান মিরাজ (১৩) আউট হয়ে যান। মাহমুদুল হাসান জয় কিছুটা প্রতিরোধ গড়ে ৯৭ বল খেলে ৩০ রান করেন। অভিষিক্ত জাকির আলী অনিক মাত্র ২ রান করে আউট হলে দল ৭৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে।

শেষ পর্যন্ত তাইজুল ইসলামের ১৬ রানের অবদানে দলীয় ১০৬ রানে ইনিংস শেষ হয়। দক্ষিণ আফ্রিকার হয়ে উইয়ান মুলডার এবং কাগিসো রাবাদা তিনটি করে উইকেট নেন, আর কেশভ মহারাজ দখল করেন দুটি উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ