Views Bangladesh Logo

খেয়াং নারীকে 'সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার' প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

বান্দরবানের থানচিতে পাহাড়ি খেয়াং নারী চিংমা খেয়াংকে 'সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যার' প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি সংগঠনগুলো। দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৬ মে) বিকেলে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে থেকে বাংলাদেশ খেয়াং কল্যাণ সংস্থা, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, খেয়াং স্টুডেন্ট ফোরাম, বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, সিএইচটি ওমেন নেটওয়ার্ক, উইমেন এক্টিভিস্ট ফোরাম, দূর্বার নেটওয়ার্ক ও সুজনের উদ্যোগে ব্যানার ফেস্টুন হাতে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মুক্তমঞ্চের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দূর্বার নেটওয়ার্ক ও সুজনের জেলা সভাপতি ডনাই প্রু নেলী, মানবাধিকার কর্মী লেলুং খুমী, আইনজীবী উম্যা সিং মারমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চমং মারমা, নারী যোগাযোগ কেন্দ্রের আহবায়ক পারমিতা চাকমা, নারী নেত্রী য়ইসা প্রু মারমা, সাংমা প্রু খেয়াং, পাইং হ্লা উ মারমা।

ডনাই প্রু নেলী বলেন, 'আমরা আর ধর্ষণ ও হত্যা চাই না। আমরা চাই, সুস্থ ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। ধর্ষকরা দেশ ও সমাজের শত্রু, তাদের কোনো ক্ষমা নেই'।

লেলুং খুমী বলেন, 'এই হত্যা আমাদের আতঙ্কিত করে তুলেছে। আমরা এই আতঙ্ক নিয়ে বসবাস করতে চাই না'।

রোববার (৪ মে) সকালে জুমচাষ করতে পাশের পাহাড়ে যান তিন্দু ইউনিয়নের মংখ্যংপাড়ার সন খেয়াং এর স্ত্রী চিংমা খেয়াং (২৯)। দুপুরের পরও বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনদের কাছে খবর পেয়ে পাড়াবাসী মিলে পাহাড়ে খুঁজতে যান। পরদিন সোমবার (৫ মে) জঙ্গলের পাহাড়ি ঝিরির পাশে চিংমার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানচি থানায় হত্যা মামলা করেছেন নিহতের স্বামী সন খেয়াং।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ