Views Bangladesh Logo

যমুনার সামনে হট্টগোল, সমাবেশ ঘিরে নিরাপত্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান থেকে কাকরাইল এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে হঠাৎ হট্টগোলের পর পুলিশ নিরাপত্তা আরও জোরদার করেছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টা ১০ এর দিকে যমুনার সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা আচমকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এ হট্টগোলের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক অবস্থান নেয়।

এদিকে সমাবেশ ঘিরে যমুনার আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল সড়ক পর্যন্ত ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে। বিষয়টি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাবেশে বাধা না দিলেও যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এতে অংশ নিয়েছে এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী-সমর্থকরা। শুক্রবার 'যমুনা'র সামনে থেকে সরে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে 'জমায়েত মঞ্চ' গড়ে তুলেছে বিক্ষোভকারীরা। এদিন দুপুর ১২টার দিকে মিছিল সহকারে তারা নতুন অবস্থান গ্রহণ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ