Views Bangladesh Logo

শাহবাগ ছাড়েনি কিছু আন্দোলনকারী, যান চলাচলে ভোগান্তি

ওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে এখনো অবস্থান করে আছেন কিছু জনতা ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একটি অংশ। রোববার (১১ মে) সকালে শাহবাগ মোড়ে তাদের অবস্থান করতে দেখা গেছে।

শনিবার (১০ মে) দিবাগত রাত ৪টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সরে গেলেও, ওই একই মঞ্চে অবস্থান নেন তারা। পরে ঘোষণা দেন, সনদ বাস্তবায়নের ঘোষণার আগ পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

শাহবাগের চারটি প্রবেশপথে তাদের পক্ষ থেকে ব্যারিকেড দেয়া হয়েছে, ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাংলামোটর থেকে শাহবাগের দিকে কোনো বাস চলাচল করছে না। শুধু কিছু ব্যক্তিগত গাড়ি ও রিকশা যাতায়াত করছে। শাহবাগ মোড় পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে বারডেম হাসপাতালের সামনে দিয়ে কিছু যানবাহন চলাচল করছে।

আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে থাকলেও ‘জুলাই সনদ’ তাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আহত অংশগ্রহণকারীরা বলেন, জীবিত থাকতে তারা আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন মেনে নেবেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ