Views Bangladesh Logo

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে পিএসজি

 VB  Desk

ভিবি ডেস্ক

য়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ফরাসি ক্লাব পিএসজি। বুধবার  রাতে বার্সার মাঠে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে কিলিয়ান এমবাপ্পেরা।

ম্যাচের ১২তম মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলীয় তারকা রাফিনিয়া। ম্যাচের ২৯ মিনিটে পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনাল্‌দ আরাউহোকে। এরপরই ম্যাচ থেকে ছিটকে পড়ে বার্সা।

৪০তম মিনিটে উসমান দেম্বেলে সমতায় ফেরান পিএসজিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনিয়া গোল করলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় পিএসজির হাতে। এরপর কিলিয়ান এমবাপ্পের দুই গোল করেন। ফলে ৪–১ ব্যবধানে জয় পায় পিএসজি।

এ জয়ে দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল লুইস এনরিকের দল। অন্যদিকে, জাভি হার্নান্দেজের বার্সাকে আসর থেকে বিদায় নিয়েছে। সেমিফাইনালে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেল জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ