আর্সেনালকে হারিয়ে ইউসিএলে ফাইনাল নিশ্চিত পিএসজির
সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। দুটি সেমিফাইনাল ম্যাচ মিলে ৩-১ গোলে জয় পেয়েছে দলটি।
মিউনিখে ১ জুনের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।
ফিট থাকা সত্ত্বেও মঙ্গলবার (৬ মে) রাতের ম্যাচে উসমান ডেম্বেলেকে প্রাথমিক লাইনআপ থেকে বাদ দেন পিএসজির প্রধান কোচ লুইস এনরিক। ফরাসি চ্যাম্পিয়নরা শুরুতেই হোম অ্যাডভান্টেজ নিশ্চিতে দলটির প্রতি তার আস্থা দৃঢ় ছিল।
২৭তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ দর্শনীয় ভলিতে গোল করে পিএসজিকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান এবং তাদের লিড দ্বিগুণ করেন। আক্রমণাত্মক শুরু সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে ডেম্বেলেকে নামানো হলে এর প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ে। মাত্র দুই মিনিট পরে আশরাফ হাকিমি জালে গোল করে পিএসজির লিড ৩-০ এ পৌঁছে দেন। ৭৬তম মিনিটে গানার্সের হয়ে বুকায়ো সাকা একটি গোল করেন। কিন্তু তখন খুব কম, অনেক দেরি হয়ে গিয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে