Views Bangladesh Logo

চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার গল্প লিখে জিতল পিএসজি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

য়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি বারুদ ছড়ানো ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। আগের রাতে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৪ গোলে দুর্দান্ত জয় তুলে নেয় বার্সেলোনা। বুধবার (২২ জানুয়ারি) রাতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর রূপকথার গল্প লিখে জিতল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজিও)। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর দোদন্ড প্রতাপে ম্যাচে ফিরে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে পিএসজি।

প্যারিসে ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে খেলার প্রথমার্ধ জমিয়ে তোলে পিএসজি। দুই দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল; কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। উত্তাপ-উত্তেজনা আর নাটকীয়তার ভরে উঠে ম্যাচ। ৫০ ও ৫৩তম মিনিটে জ্যাক গ্রিলিশ ও আর্নিং হলান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ২-০ গোলে ইংলিশ ক্লাবটি এগিয়ে যাওয়ার পর ধরে নেয়া হয়েছিল যে, পিএসজির আর আশা নেই; কিন্তু পরের গল্পটা রূপকথার মতো। ৫৬ থেকে ৬০ মিনিটের মধ্যে উসমান দেম্বেলে ও ব্রাডলি বারকোলার গোলে অবিশ্বাস্যভাবে ২-২ সমতায় ফেরে পিএসজি। ১০ মিনিটের ব্যবধানে হলো চার গোল।

ম্যাচে সমতায় ফেরার পর যে গতি পায় পিএসজি, সেটি আর থামাতে ব্যর্থ হয় ম্যানসিটি। নান্দনিক আর অসম্ভব সুন্দর পাসিং ফুটবল খেলে দলটি। ৭৮তম মিনিটে জোয়াও নাভাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর শেষ দিকে গনসালো রামোসের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন ফরাসিরা।

এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠার লড়াইয়ে টিকে রইল পিএসজি। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২২ নম্বরে রয়েছে দলটি। অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে বিধ্বস্ত করেছে অস্ট্রেয়িার ক্লাব সালজবুর্গ এফসিকে। এছাড়া আর্সেনাল ৩-০ গোলে ডায়নামো জাগ্রেব এবং এসি মিলান ১-০ গোলে জিরোনাকে হারায়। কিন্তু ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কাছে ৩-০ গোলে হেরে গেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ