Views Bangladesh Logo

আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

য়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লড়াই শুরু হয়েছে। গত ২৯ এপ্রিল দিবাগত রাতে লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আর্সেনাল ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হয়েছিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ১-০ গোলে হারায় ফরাসি ক্লাব পিএসজি। তাদের জয়ের নায়ক উসমান দেম্বেলে। খেলার ৪ মিনিটে জয়সূচক গোলটি করেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। এই জয়ে টুর্নামেন্টে ফাইনালের পথে এগিয়ে গেল কোচ লুইস এনরিকের দলটি। আগামী ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।

লন্ডন সফরে আর্সেনালের ঘরের মাঠে বেশ দাপট দেখাল পিএসজি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল আর্সেনাল, সেই ছন্দ গত ম্যাচে দেখা যায়নি তাদের। বারকোলা আর রামোস যদি দুটি গোল মিস না করতেন তাহলে পিএসজি আরও বড় ব্যবধানে জিততে পারতো। অবশ্য আর্সেনালের দুর্ভাগ্যও বলতে হবে। কেননা মিকেল মেরিনো যখন গোল করে দলকে ১-১ সমতায় ফেরানোর উল্লাস করছেন, তখনই সেমি-অটোমেটেড প্রযুক্তিতে ধরা পড়ে অফসাইডে ছিলেন তিনি। পিএসজির ইউরোপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা আর্সেনালের বেশ কয়েকটি সুযোগও ব্যর্থ করে দেন। লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের সামনে যেন দেয়াল হয়ে দাঁড়ান দোন্নারুম্মা!

পিএসজির কাছে হোম ম্যাচে হেরে গেলেও পরবর্তী লেগে ভালো কিছু করে দেখানোর আশায় আর্সেনাল কোচ মিকেল আরতেতা। ম্যাচ শেষে তিনি জানান, ‘আমরা এখন ম্যাচের মাঝখানে আছি। রিয়াল মাদ্রিদের মাঠে ৩-০ গোলে জয়ের পর দলকে যে বার্তা দিয়েছিলাম, এখন একই থাকবে। পিএসজির মাঠে গিয়ে আমাদের জিততে হবে।’

আরতেতা মনে করেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে হলে বিশেষ কিছু করেই দেখাতে হবে তাদের।

তিনি বলেন, ‘প্যারিসে আমাদের স্পেশাল কিছু করতে হবে।’

অপরদিকে আর্সেনালের বিপক্ষে জয়ের পর পিএসজির কোচ এনরিকে বলেন, ‘আমরা যে মানসিকতা দেখাতে চাই, সেটিই আমরা ম্যাচে দেখিয়েছি। এই মানসিকতা খেলা দেখা পিএসজির কোচ হিসেবে আমার কাছে খুবই চাপের।’

তিনি আরও বলেন, ‘ম্যাচের শুরুতে গোল হলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি খুশি যে, ম্যাচে হার কিংবা জয় নয়, আমাদের দল যে মানসিকতা ও লক্ষ্য নিয়ে খেলেছে, সেটি ছিল অবিশ্বাস্য।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ