Views Bangladesh

Views Bangladesh Logo

নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা কমেছে: প্রধান বিচারপতি

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, 'বিচার বিভাগের ওপর বিগত বছরগুলোতে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এ কারণেই বিচার বিভাগের ওপর মানুষের আস্থা কমেছে।'

শনিবার সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বিচার বিভাগের সংস্কারে রোডম্যাপ তুলে ধরার অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে অংশ নেন দেশের অধস্তন আদালতের বিচারকেরা।

প্রধান বিচারপতি বলেন, ‘নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে বিচার বিভাগ পৃথক হয়নি, স্বাধীন হয়নি। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য মাসদার হোসেন মামলা রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আবশ্যক। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় জরুরি।'

তিনি বলেন, 'সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে পৃথক আইন করতে হবে।'

অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচারকদের ওপর। বিচার বিভাগের নিয়োগসহ সকল ক্ষেত্রে সংস্কার করা হবে। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা যাবে না, গায়েবি ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হতে হবে।'

আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন, যিনি মানুষের কাছ থেকে তরবারি উপহার নেন, ছাত্র সংগঠনের কাছ থকে ফুল উপহার নেন, মৌলিক অধিকার ছিনিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন। বিচার বিভাগের জন্য এসব ভালো কিছু না।’

বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনো দলীয় মনোভাব রাখবেন না। আপনার বিবেকের সঙ্গে কথা বলেন, কারও সঙ্গে অবিচার করবেন না। নিম্ন আদালতে যারা আছেন, আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানিমুক্ত রাখবেন।’ বিচারপ্রার্থীদের ওপর হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আসিফ নজরুল বলেন, 'বিচার বিভাগকে সবচেয়ে বেশি দায়িত্বশীল প্রতিষ্ঠান হওয়া। আপনাদের দায়িত্ব নিতে হবে।’

বিচার বিভাগের সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এরই মধ্যে কমিশন গঠন করা হয়েছে। আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। ঢালাও মামলা করে মানুষ হয়রানি থেকে বের হতে চাই।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, 'এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন ফ্যাঁসিবাদের দোসররা। এটা আমলে নিতে হবে।'

তিনি বলেন, 'স্বাধীন বিচার বিভাগ কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে মামলা হলেই গ্রেপ্তার নয় বলে নির্দেশনা দেওয়া হয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ