Views Bangladesh Logo

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী প্রকাশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্রীড়াঙ্গনের একসময়ের উজ্জ্বল নক্ষত্র ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটায় লেখকের বাসভবন সিলেটের করেরপাড়ার কমলাকান্ত ভবনে অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন পাক্ষিক ‘ক্রীড়াজগত’পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, সাবেক খেলোয়াড় প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু, রতন মজুমদার, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান, সমাজকর্মী ফরিদা নাসরিন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু, বিশিষ্ট লোকগবেষক ও কথাসাহিত্যিক মোস্তাক আহমাদ দ্বীন, কথাসাহিত্যিক জামান মাহবুব, কবি একে শেরাম, রনজিত দাসের সহধর্মিণী রেখা দাস, সন্তান রীমা দাস, রূপা দাস, রাজীব দাস, জামাতা নির্মল কান্তি তালুকদার ও কাজলকান্তি দাস প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ