Views Bangladesh Logo

‘পুশ-ইন’ হলে তা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হওয়া উচিত: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশি নাগরিক’ আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে ভারতের ঠেলে দেওয়া (পুশ-ইন) লোকদের তখনই গ্রহণ করা হবে, যখন তাদের কাছ থেকে যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে।

বুধবার (৭ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন।

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে ভারত। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি হতে হবে।’

ড. খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটি ঘটনা যাচাই করছি। আমাদের সিদ্ধান্ত হলো—যদি প্রমাণ থাকে যে তারা বাংলাদেশি নাগরিক, তাহলেই কেবল আমরা তাদের গ্রহণ করতে পারব।

তিনি বলেন, এভাবে পুশ-ইন করা কোনো সঠিক পদ্ধতি নয়। আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শুরুতে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত-পাকিস্তান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিও পড়ে শোনান।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার সকালে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। এসব নাগরিককে বাংলাদেশি মুসলিম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ