Views Bangladesh Logo

উজবেকিস্তানে পৌঁছলেন পুতিন

 VB  Desk

ভিবি ডেস্ক

দুই দিনের রাষ্ট্রীয় এক সফরে রোববার উজবেকিস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সফরকালে তিনি দেশটির নেতা শভকাত মিরজিওয়েভের সাথে বৈঠক করবেন।

গত ৭ মে নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন পুতিন। এর পর এটি তার তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি চীন ও বেলারুস সফর করেন।

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, পুতিন এবং মিরজিওয়েভ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নের বর্তমান অবস্থা ও সম্ভাবনা, কৌশলগত অংশীদারিত্ব এবং মিত্রদের সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তারা আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়েও মতামত বিনিময় করবেন।

এ দুই রাষ্ট্র প্রধান রাশিয়া এবং উজবেকিস্তানের আঞ্চলিক পরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন। এছাড়াও এ সফর চলাকালে বেশ কিছু যৌথ নথি স্বাক্ষর হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ