Views Bangladesh

Views Bangladesh Logo

ইউক্রেনে যুদ্ধবিরতি চান ভ্লাদিমির পুতিন

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৪ মে ২০২৪

উক্রেনে যুদ্ধবিরতি চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইউক্রেনে আক্রমণের লাগাম টানতে প্রস্তুত তিনি। রাশিয়া সরকারের শীর্ষস্থানীয় চারটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্র এই তথ্য জানা যায়।

তবে সূত্রগুলো এও জানিয়েছে, কিয়েভ ও পশ্চিমারা সাড়া না দিলে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রাশিয়া।

পুতিনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া আলোচনাকে বাধা দেয়ার পশ্চিমা-সমর্থিত প্রচেষ্টা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনা বাতিল করার সিদ্ধান্ত শুনে এর আগে হতাশা প্রকাশ করেছিলেন ভ্লাদিমির পুতিন।

ওই চার সূত্রের একজন হলেন রাশিয়ার সিনিয়র কর্মকর্তা এবং পুতিনের সঙ্গে দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বলেন, ‘‌যতদিন যুদ্ধ চলবে ভ্লাদিমির পুতিনও চালিয়ে যেতে পারবেন, তবে তিনি যুদ্ধবিরতির জন্যও প্রস্তুত।’

এই প্রতিবেদনে বিষয়টির সংবেদনশীলতার কারণে কারো নাম প্রকাশ করা হয়নি।

রয়টার্সের প্রশ্নের জবাবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘‌ক্রেমলিন প্রধান বারবার স্পষ্ট করেছেন যে রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য সংলাপের জন্য উন্মুক্ত। দেশটি অনন্ত যুদ্ধ চায় না।’

তবে এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ