শিগগির নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি বিএনপির আহ্বান
বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন সোমবার (২০ জানুয়ারি) অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
রাজধানীতে ডা. মিলন অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। একসময় তাদের ক্ষমতা ছাড়তেই হবে। যদি তারা শান্তিপূর্ণ ও মর্যাদার সঙ্গে ক্ষমতা ছাড়তে চায়, তবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘ভোটাধিকার কেড়ে নেয়ার কারণে দেশের মানুষ এরশাদ এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকে এটি সমর্থন করে আসছে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার সংস্কারের কথা বলছে, তবে কোনো নির্ধারিত সময়সীমায় সব সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়, এটি একটি চলমান প্রক্রিয়া।’
বিএনপি নেতা জানান, তাদের দল সরকারের আহ্বানে সাড়া দিয়ে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।
‘এখন সরকারের উচিত সব দলের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা এবং সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেয়া,’ যোগ করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে