Views Bangladesh

Views Bangladesh Logo

চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, ৮ দিনে নিহত বেড়ে ২০২

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকার রায়েরবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ পথচারী জাকির হোসেন (২৯) মারা গেছেন। এ নিয়ে ৮ দিনে ঢাকাসহ সারাদেশে ২০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পথচারী জাকির মারা যান।

এখন পর্যন্ত হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই (মঙ্গলবার) ৬ জন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) ৪১, ১৯ জুলাই (শুক্রবার) ৮৪, ২০ জুলাই (শনিবার) ৩৮, ২১ জুলাই (রবিবার) ২১, ২২ জুলাই (সোমবার) ৫, ২৩ জুলাই (মঙ্গলবার) ৩ এবং ২৪ জুলাই (বুধবার) ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে অনেকের সোম, মঙ্গল ও বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

জাকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে জাকিরের বড় ভাই মনির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, গত শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন জাকির। এ সময় রায়েরবাগ এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে জাকির গুলিবিদ্ধ হন। তার তলপেটে গুলি লাগে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ