Views Bangladesh Logo

মঙ্গলবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা কোটা আন্দোলনকারীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দোয়েল চত্বর এলাকায় সাংবাদিকদের এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরাও আহত হয়েছেন। আমরা খবর পেয়েছি, এখনও পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

এ সময় ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক অভিযোগ করেন, ঢাবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে কোটা সংস্কার আন্দোলনে হামলা চালিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে নিস্ক্রিয় থাকার অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা মনে করি, এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আন্দোলনকে সহিংভাবে দমনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা বলতে চাই, সহিংসতার মাধ্যমে এ আন্দোলনকে দমন করা সম্ভব নয়।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ