Views Bangladesh

Views Bangladesh Logo

রেলের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হুঁশিয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৮ এপ্রিল ২০২৪

রেলের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৮ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকেট কালোবাজারি প্রতিরোধসহ র‍্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা পর্যবেক্ষণ এবং গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

টিকিট কালোবাজারি চক্র সিন্ডিকেটকে হুঁশিয়ার করে দিয়ে খন্দকার আল মঈন বলেন, আমরা যদি একজন দালালকেও পাই, যার কারণে রেলের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেশের বিভিন্ন বড় স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। শতাধিক কালোবাজারিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি অনুরোধ নিয়মতান্ত্রিকভাবে ট্রেনে চলাচল করুন। নিজের জীবনের ঝুকি নিয়ে ভ্রমণ করবেন না। সাইবার ওয়াল্ডেও নজরদারি চলছে। যে কোনো ঝুঁকি মোকাবিলা করার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ