অপারেশন ফ্রিডম
সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া: স্বাস্থ্যমন্ত্রী
অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া মাথা আলাদা করা জমজ শিশু রাবেয়া ও রোকেয়া বর্তমানে সুস্থ আছে। একইসঙ্গে, শিশু দুটির চলমান চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সেইসঙ্গে ওই অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী ও হাঙ্গেরির চিকিৎসক দল।
রবিবার (২৮ এপ্রিল) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন সূত্রে এসব তথ্য জানা যায়। এতে আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা।
সিএমএইচ জানায়, পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় দুই মাথা জোড়া লাগানো জমজ কন্যাসন্তান। যাদেরকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘ক্র্যানিওপ্যাগাস টুইনস’। মাথা জোড়া লাগানো জমজ শিশু চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি চ্যালেঞ্জিং বিকলতা।
২৫ লাখ জীবিত জমজ শিশুর মধ্যে মাত্র একটি জোড়া মাথার শিশু জন্ম নেয়। প্রায় ৪০ শতাংশ জোড়া মাথার শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে এবং আরও এক তৃতীয়াংশ শিশু ২৪ ঘণ্টার মধ্যেই মারা যায়। যেসব শিশু বেঁচে যায় তাদের মধ্যে আনুমানিক শতকরা ২৫ ভাগ শিশু জোড়া মাথা নিয়েই বেঁচে থাকে। যদিও এদের শল্য চিকিৎসার মাধ্যমে আলাদা করার সুযোগ রয়েছে, কিন্তু এর সাফল্যের হারও খুব বেশি নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় ৩৩ ঘণ্টা ধরে চলা এই বিরল অস্ত্রোপচারটি প্রথমবারের মতো ২০১৯ সালের ১ আগস্ট ঢাকার সিএমএইচ-এ সম্পন্ন হয়। এটি ছিল বিশ্বে ১৭তম জোড়া মাথা আলাদা করার অস্ত্রোপচার।
সিএমএইচ সূত্রে আরও জানা যায়, অস্ত্রোপচারের সবচেয়ে জটিল অংশ ‘জমজ মস্তিষ্ক’ আলাদা করার কাজটি সম্পন্নের জন্য ২০১৯ সালের ২২ জুলাই রাবেয়া ও রোকেয়া ঢাকা সিএমএইচ-এ আসে। এরপর আবার ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ও একই বছরের ১৩ মার্চ দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এ অস্ত্রোপচার দুটির মাধ্যমে তাদের মাথার ক্ষতস্থান নতুন কোষ দ্বারা পূর্ণ করা হয়। পরে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে রাবেয়ার মাথার বাম দিকের চামড়ায় ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে চামড়ার নিচে লাগানো কৃত্রিম মাথার খুলি দৃশ্যমান হয়।
এই জটিলতা সমাধানের জন্য বাংলাদেশ ও হাঙ্গেরির বিশেষজ্ঞ চিকিৎসকরা ২০২২ সালের ৭ মার্চ ‘ক্র্যানিওপ্লাস্টি সার্জারি’ এর মাধ্যমে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে রোকেয়া ও রাবেয়া দুজনই সুস্থ আছে। তাদের অস্ত্রোপচারে দেশি ও বিদেশি চিকিৎসকসহ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে