Views Bangladesh

Views Bangladesh Logo

গাজা-মিশর সীমান্তে করিডোর দখলে নিল ইসরায়েল

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ৩১ মে ২০২৪

গাজা-মিশর সীমান্তে আরও একটি গুরুত্বপূর্ণ করিডোর দখলে নেয়ার কথা জানিয়েছে ইসরায়েল। যা ‘ফিলাডেলফি করিডোর’ নামে পরিচিত।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার তাদের সেনা সদস্যরা গাজা ও মিশর সীমান্তজুড়ে ১৪ কিলোমিটার বিশিষ্ট ফিলাডেলফি করিডোরটি দখলে নেয়। এই অঞ্চলকে তারা ‘কৌশলগত অপারেশন কন্ট্রোল’ হিসেবে আখ্যায়িত করেছে।

এ ব্যাপারে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সেখানে তারা ২০টির মতো টানেল খুঁজে পেয়েছে। যা হামাস যোদ্ধারা অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত।

তিনি আরও বলেন, ইসরায়েলি সেনারা এ বিষয়ে তদন্ত করছে এবং টানেলগুলোকে অকার্যকর করছে।

যদিও মিশরীয় টেলিভিশনে একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে ইসরায়েল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, গাজা-মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরটি ‘বাফার জোন’ হিসেবে বিবেচিত। যা গাজা অংশের কোথাও কোথাও মাত্র ১০০ মিটার প্রশস্ত ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ