Views Bangladesh Logo

৪ ঘণ্টা বন্ধের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৬টার দিকে রাজশাহীর সারদা স্টেশনের কাছাকাছি এলাকায় সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে ট্রেনটি সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়ে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ