Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

পাঁচ ঘণ্টারও বেশি সময়ে পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও ময়মনসিংহের ট্রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার রাত ৯টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এরপরই উত্তরবঙ্গে সঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর রাত তিনটায় ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার খায়রুল ইসলাম।

এদিকে ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার তদন্তে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

দুর্ঘটনার কারণে বিভিন্ন ট্রেন পথে আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। রাজশাহীর থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস এবং নীলফামারী থেকে ছাড়া নীলসাগর এক্সপ্রেস পথে আটকে পড়ায় ট্রেন সঠিক সময়ে ঢাকায় ঢুকতে পারেনি।

এছাড়া লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসও নির্ধারিত সময়ে ঢাকায় ঢুকতে পারেনি। ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ