Views Bangladesh Logo

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

হাস্টনে প্রবল ঝড়ের কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিশ্বকাপের আগে চলতি মাসের ২১, ২৩ এবং ২৫ তারিখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তবে সিরিজটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কারণ, এই মুহূর্তে সিরিজের জন্য নির্ধারিত ভেন্যুটির বেশিরভাগ অবকাঠামো প্রবল ঝড় এবং বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে।

এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হাস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বার্ত সংস্থা সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের ফলে এখন পর্যন্ত সেখানে ৭ জন মারা গেছে এবং নয় লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তবে বিশ্বকাপের আগে ২৮ মে ও ১ জুন নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে আরও দুটি আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে শান্তবাহিনীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ