Views Bangladesh Logo

বিপিএল

পেমেন্ট বিলম্বে হোটেলে আটকা রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ঢাকায় টিম হোটেলে আটকা পড়েছেন দুর্বার রাজশাহীর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসা বিদেশি খেলোয়াড়রা। ফ্র্যাঞ্চাইজি দলটির মালিক শফিক রহমান এবং ব্যবস্থাপকরা টাকা পরিশোধের সময়সীমা বার বার মিস করায় এ দুর্দশা তাদের।

ঘরে ফিরতে টিকিটের জন্য অপেক্ষারত পাঁচজন বিদেশি খেলোয়াড়ের প্রতিক্রিয়া জানা যায়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ দিনে খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএলের একাদশ আসর থেকে বিদায় নিয়েছে রাজশাহী।

দলটির হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তানের মোহাম্মদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক ডেয়াল, জিম্বাবুয়ের রায়ান বার্ল এবং ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স। ২৫ শতাংশ করে বেতন পাওয়ার পর বাকিটাসহ গত ১১ দিন ধরে দৈনিক ভাতাও পাননি তারা।

বকেয়া অর্থ পেতে এখনও অপেক্ষা করছেন বিদেশি খেলোয়াড়রা। বিপিএলের শুরু থেকেই আর্থিক সমস্যায় জর্জরিত রাজশাহীর টিম ম্যানেজমেন্টকে তাগাদা দিয়েই চলেছেন তারা।

দলের স্থানীয় খেলোয়াড় আনামুল হক বলেন, স্থানীয় খেলোয়াড়রা টুর্নামেন্ট শুরুর আগে কোনো অর্থ পাননি। তারা গত মাসে চট্টগ্রামে একটি অনুশীলন বর্জন করেছিলেন, যখন বিদেশি খেলোয়াড়রা একটি ম্যাচই বয়কট করেছিলেন। বার্ল এবং হারিস শেষ পর্যন্ত মাঠে নামেন।

সময়মতো টাকা পরিশোধ না করায় চট্টগ্রামের টিম হোটেল নিয়ে বিপাকেও পড়ে যান রাজশাহীর মালিক শফিক রহমান। তার কক্ষের বাইরে নিরাপত্তাকর্মীদের বসে থাকার ছবি ভাইরাল হয়েছে। তার গাড়িও জব্দ করে হোটেল কর্তৃপক্ষ। পরে ঢাকায় ফিরতে পারলেও ফের পেমেন্ট সমস্যায় একটি হোটেল থেকে বের হয়ে যেতেও বাধ্য হয় টিম রাজশাহী।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য-সচিব নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, গত বছর বোর্ডে নেয়ার সময় বিসিবি রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে সঠিকভাবে যাচাই করেনি।

‘আমি মনে করি, আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে সঠিকভাবে বিচার করিনি। তাদের অভিজ্ঞতা এবং আর্থিক শক্তি যাচাই করিনি। এটা এখন আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে’- বলেন তিনি।

শনিবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে, তিনি শফিক রহমানের সাথে কথা বলে তাকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

আসিফ বলেন, ‘আমি দুর্বার রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি অর্থ পরিশোধ করবেন’।

‘আমি তাকে স্পষ্টভাবে বলেছি যে, তিনি যদি তা করতে ব্যর্থ হন, তবে আমরা আইনি পদক্ষেপ নেব। আর কোনো আলোচনা হবে না। আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি এই দলটি কীভাবে হল তা খতিয়ে দেখবে’- যোগ করেন ক্রীড়া উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ