ধানমন্ডির গাউসিয়া টুইন পিক ভবনে অভিযানে রাজউক
ঢাকার ধানমন্ডির সাত মসজিদ সড়কের গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (৪ মার্চ) বেলা ১০টার পর রাজউকের কর্মকর্তারা ওই ভবনে যান বলে এ নিয়ন্ত্রক সংস্থার প্রধান পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম জানান।
তিনি বলেন, ‘আমাদের টিম সেখানে গেছে। উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সেখানে একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে।’
গাউসিয়া টুইন পিক নামের ওই ভবনে রয়েছে এক ডজনেরও বেশি রেস্তোরাঁ, অথচ আইন অনুযায়ী সেখানে রেস্তোরাঁ বসানোর সুযোগ নেই।
ভবনটি ১৫০ ফুট উচ্চতায় নির্মাণের অনুমোদন দেয়া হলেও অবৈধভাবে ৪০ ফুট বাড়ানো হয়েছে বলে রোববার রাজউকের পরিদর্শনে উঠে আসে।
গত বৃহস্পতিবার ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হওয়ার পর স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ফেসবুকে পোস্ট দিয়ে গাউসিয়া টুইন পিক ভবনের অনিয়মের কথা জানিয়ে যেখানে যেতে ভোক্তাদের নিষেধ করেন।
এই স্থপতি বলেন, তিনি গাউসিয়া টুইন পিকের নকশা করলেও ভবনটি সেভাবে ব্যবহার হচ্ছে না।
এরপর রোববার ভবনটি পরিদর্শন করে রাজউকের অঞ্চল-৫ এর পরিচালক মো. হামিদুল ইসলাম বলেন, এক তলা বেজমেন্টসহ ১৪ তলা বাণিজ্যিক ভবনটির অকুপেন্সি টাইপ এফ-১। অর্থাৎ ভবনটি অফিস হিসেবে ব্যবহার করা গেলেও রেস্তোরাঁ হিসেবে ব্যবহার করা যাবে না।
ভবনটির দ্বিতীয় ও ১৩তম তলায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। বাকি ফ্লোরগুলোয় দোকান এবং ১৫টি রেস্তোরাঁর জন্য ভাড়া দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে