Views Bangladesh

Views Bangladesh Logo

গাউসিয়া টুইন পিক ভবনের ১২ রেস্তোরাঁ সিলগালা

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৪ মার্চ ২০২৪

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কে গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ সোমবার (৪ মার্চ) সকালে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ওই ভবনে অভিযান চালায়।

ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও, সেখানে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনার কারণে সেগুলো সিলগালা করা হয়।

রাজউকের পরিচালক (জোন-৩) উপসচিব তাজিনা সারোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হওয়ার ঘটনার পর গাউসিয়া টুইন পিক ভবনের ঝুঁকি নিয়ে কথা উল্লেখ করে সেখানে কাউকে না যাওয়ার অনুরোধ করেন ভবনটির স্থপতি মুস্তাফা খালিদ পলাশ।

পরিচালক তাজিনা সারোয়ারের নেতৃত্বে রাজউকের দল আজ সকালে ওই ভবনে অভিযান চালায়।

জানা যায়, রাজউক ভ্রাম্যমাণ আদালত ওই ভবনের নবম তলার 'স্পাইস অ্যান্ড হার্বস' রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করে এবং ভবনের ছাদে 'রেট্রো লাইফ কিচেন' রেস্তোরাঁ উচ্ছেদ করে।

তবে, ম্যানেজার বা মালিক উপস্থিত না থাকায় ওই ভবনের দশ তলা পর্যন্ত কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে পারেনি রাজউক।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ