Views Bangladesh

Views Bangladesh Logo

এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে রংপুর বিভাগ ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো মাত্র ৬২ রানে গুটিয়ে যায়। তাদের পক্ষে শামসুর রহমান ১৪ এবং আবু হায়দার রনি ১৩ রান করেন।

রংপুরের ইনিংস শুরু হয় বিপর্যয়ের মধ্য দিয়ে। মাত্র ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তারাও চাপে পড়ে, যার মধ্যে অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হন। তবে আরিফুল হকের ১১ বলে ১৪ রান, তানভীর হায়দারের ৮ রান এবং আনামুল হকের অপরাজিত ১৪ রানের ইনিংস রংপুরকে জয় এনে দেয়। রংপুর ৫২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

রংপুরের বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম এবং আলাউদ্দিন বাবু ৩টি করে উইকেট নেন। রবিউল হক, মোহাম্মদ রিজওয়ান এবং আরিফ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ