সাংবাদিকতায় রাশেদ মেহেদী
রাশেদ মেহেদী সাংবাদিকতায় আছেন ২৭ বছর ধরে। এ সময়ে তিনি দেশের শীর্ষস্থানীয় একাধিক সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, কূটনীতি, সংসদ, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, শিক্ষা, জ্বালানি ও বিদ্যুৎ এবং নাগরিকসেবা খাত বিষয়ে তার অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় থেকেই তিনি সাংবাদিকতায় নিয়মিত হন। সে সময় তিনি দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময় তিনি জহির রায়হান চলচ্চিত্র সংসদের হয়ে চলচ্চিত্র সংসদ আন্দোলনেও সক্রিয় ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বও পালন করেন।
২০০০ সালের ডিসেম্বরে দৈনিক সংবাদে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন রাশেদ মেহেদী। ২০০৩ সালের জুলাই মাসে সংবাদ ছেড়ে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। ২০০৪ সালের আগস্ট মাসে যোগ দেন দৈনিক জনকণ্ঠে। ২০০৭ সালের আগস্ট মাসে যোগ দেন একুশে টেলিভিশনে। সেখানে তিনি প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ সালের অক্টোবরে যোগ দেন দৈনিক সমকালে। এরপর ২০২২ সালের জুন পর্যন্ত টানা প্রায় ১২ বছর কাজ করেছেন সেখানে। তিনি পাঁচবার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন “টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ”-টিআরএনবির সভাপতি নির্বাচিত হন।
সাংবাদিকতায় আধুনিক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ে রাশেদ মেহেদীর সম্পাদনায় ‘ভিউজ বাংলাদেশ’ যাত্রা শুরু করেছে। বাংলাদেশে বিশ্লেষণধর্মী সংবাদকে প্রাধান্য দিয়ে একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষার আধেয় প্রকাশ করছে ভিউজ বাংলাদেশ। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এ ধারাটি নতুন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে