টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন রশিদ খান
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এসএটি২০ লিগের কোয়ালিফায়ার-১ ম্যাচে পার্ল রয়্যালসের বিপক্ষে ডুনিথ ওয়েল্লালাগেকে আউট করে তিনি এই কীর্তি গড়েন। ২৬ বছর বয়সী রশিদ এই মাইলফলক ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডোয়াইন ব্রাভোর ৬৩১ উইকেটের রেকর্ড ভেঙেছেন।
ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে রশিদ বলেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। আমি কখনো কল্পনাও করিনি। যদি ১০ বছর আগে কেউ জিজ্ঞেস করত, আমি হয়তো বিশ্বাস করতাম না। আফগানিস্তান থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছানো সত্যিই গর্বের। ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার, তার রেকর্ড ভাঙা আমার জন্য বিশাল সম্মানের। সামনে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’
২০১৫ সালে মাত্র ১৭ বছর বয়সে টি-টোয়েন্টি অভিষেক হওয়া রশিদ ইতোমধ্যে ৪৬১ ম্যাচে ১৮.০৭ গড়ে ও ৬.৪৯ ইকোনমি রেটে ৬৩৩টি উইকেট শিকার করেছেন। তার দ্রুতগতির লেগ স্পিন এবং স্টাম্প বরাবর বল রাখার দক্ষতা তাকে বিশ্বের অন্যতম সেরা বোলারে পরিণত করেছে। ২০ বার চার উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি, যা প্রমাণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তার আধিপত্য।
২০১৬ সাল থেকে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ধরে রেখেছিলেন ডোয়াইন ব্রাভো, যিনি ৬৩১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। তবে এবার সেই মুকুট পরলেন রশিদ খান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে