পাচার করা অর্থ উদ্ধারে ট্রাইব্যুনাল গঠনের আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের
দেশ থেকে পাচার করা অর্থ উদ্ধারে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (২৩ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সাথে সংলাপে সাংবিধানিক সংস্কারেও জোর দেয় দলটি।
সংলাপ শেষে দলের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের জানান, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত ১৬৬টি সুপারিশের মধ্যে ১৫১টির সঙ্গে একমত তার দল। দলটির সঙ্গে দ্বিমত পোষণ এবং আরও আলোচনার প্রয়োজন বলে পাঁচটিকে চিহ্নিত করেছে।
কাইয়ুম বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে বা তার পাশে এ বিষয়ে গণভোট হওয়া উচিত’।
‘ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি থাকা উচিত। মৌলিক অধিকার নিশ্চিতে প্রতিটি জেলায় নাগরিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করেছি। পাচার করা অর্থ উদ্ধারে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানাচ্ছি’- বলেন তিনি।
দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনী সম্পর্কে বিশেষ করে সম্পদ বাজেয়াপ্তকরণ বিধিমালায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হাসনাত কাইয়ুম। উপরন্তু, আদালত অবমাননা সম্পর্কিত বিষয়গুলোতে সুনির্দিষ্ট সংস্কারের আহ্বান জানান তিনি।
সংলাপটি জাতীয় সংস্কারের লক্ষ্যে চলমান আলোচনার অংশ, যেখানে ঐকমত্য কমিশন মূল নীতিগত বিষয়গুলোতে ঐকমত্য তৈরিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীকে সম্পৃক্ত করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে