Views Bangladesh

Views Bangladesh Logo

লা লিগায় রোমাঞ্চকর লড়াইয়ে ভাইয়েকানোর সঙ্গে রিয়ালের ড্র

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

প্রতিপক্ষের মাঠে শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলেও দারুণ খেলে তাদের রুখে দেয় রায়ো ভাইয়েকানো। ফলে লা লিগার শীর্ষে ওঠার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।

ভাইয়েকানোর মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচটি। প্রথমে উনাই লোপেস ও পরে আব্দুল মুমিনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যামের গোলে দ্রুতই সমতায় ফেরে রিয়াল।

দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলেও কিছুক্ষণ পর ইসি পালাসনের গোলে সমতায় ফেরে ভাইয়েকানো। এরপর আর কোনো দলই গোল করে জয় নিশ্চিত করতে পারেনি।

১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৮। আতলেতিকো মাদ্রিদ নিজেদের পরের ম্যাচে জিতলে রিয়ালকে এক ধাপ নিচে নেমে যেতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ