Views Bangladesh Logo

পুনরায় প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাসিক মেয়র

পুনরায় প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র লিটন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন। তাঁদের সম্মানি ভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে তৃতীয়বার মেয়র হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর আগে গত ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন। সেই সময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ