আন্তঃমহাদেশীয় কাপে পাচুকাকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল
কাতারের লুসাইল স্টেডিয়ামে দুই বছর আগে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেসির আর্জেন্টিনা। সেই একই মাঠে এবার আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে হারিয়ে শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ৩–০ ব্যবধানে দারুণ জয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের একদিন আগেই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ভিনিসিয়াস।
চলতি বছরে এটি রিয়ালের পঞ্চম শিরোপা। এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল।
ম্যাচের প্রথম গোলটি আসে ৩৭তম মিনিটে। বেলিংহামের পাস ধরে ভিনিসিয়াস বল বাড়ান এমবাপ্পের কাছে। এমবাপ্পে তা গোলে পরিণত করেন। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে একটি বাঁকানো শটের মাধ্যমে ব্যবধান দ্বিগুন করেন রদ্রিগো। এরপর ৮৪তম মিনিটে ভিএআরের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস।
ম্যাচের শুরুতে পাচুকার আক্রমণভাগ রিয়ালকে বেশ চাপে ফেলেছিল। সপ্তম মিনিটেই পাচুকার লুইস রদ্রিগেজের একটি দূরপাল্লার শট ঠেকান রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ আরও বেশি গোছানো হয়, যা তাদের সহজ জয় নিশ্চিত করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে